আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান না অর্থমন্ত্রী

0
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জীবনের বাকি সময়টা অবসরে কাটাতে চান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ফেলেও দিতে পারবেন না তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারবো।

অর্থমন্ত্রী মনে করেন, আওয়ামী লীগ আরও একবার ক্ষমতায় এলে দারিদ্র্য দূর করা সম্ভব। তবে তার মন্তব্য, দারিদ্র্য দূর করা একটি বড় চ্যালেঞ্জ। কারণ এখনও দেশে দুই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থার করছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *