কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে কিশোর নিখোঁজ

0
006_303713

006_303713

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সুদীপ্ত দে (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে এবং ঢাকার পিলখানা বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় এ কিশোর।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, বন্ধুদের সাথে সাগরে নেমে ভেসে গেছে এ কিশোর। তাকে উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে এখনো কোন সন্ধান মিলেনি।

তিনি আরও জানান, পরিবারের সাথে সুদীপ্ত মঙ্গলবার সকালে কক্সবাজার এসে মোটেল লাবণীতে উঠেন।

মোটেল লাবণীর ব্যবস্থাপক রাশেদুল আলম জানান, মা-বাবাসহ সাত জনের একটি সকাল সকাল সাড়ে ৭ টায় তাদের প্রতিষ্ঠানে উঠেন। এরপর তারা সাগরে গোসল করতে যায়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *