করোনা কেড়ে নিলো আরও ৫৫ জনের প্রাণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়ে নিলো আরও ৫৫ জনের। এ নিয়ে ভাইরাসটি মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ১৫১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।
৭ই জুলাই মঙ্গলবার বেলা আড়াইটায় করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান ।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায়নমুনা সংগ্রহ ১৩ হাজার ৪৯১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭৩টি নমুনা। এখন পর্যন্ত ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২৪ ঘণ্টায় ২২ দশমিক ৯৮ শতাংশ। সুস্থতার হার শনাক্ত বিবেচনায় ৪৬ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯ জন নারী এবং ৪৬ জন পুরুষ। এখন পর্যন্ত মৃতদের মধ্যে নারী ৪৪৮ জন এবং পুরুষ এক হাজার ৭০৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ১২, বরিশাল বিভাগে ২, রাজশাহী বিভাগে ২, খুলনা বিভাগে ৭, সিলেটে ২, রংপুরে ২ এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩৯ জন এবং বাসায় ১৫ জন মারা গেছেন। এছাড়া একজন হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন।