কোনো মানুষ যাতে সেবা নিতে এসে হয়রানি না হয় :নুরুল ইসলাম বিএসসি

0
1497357550

1497357550

দেশ ও জনগণের সেবায় সকল দফতর সংস্থা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘কোনো মানুষ যাতে সেবা নিতে এসে হয়রানি না হয় এবং সেবা না পেয়ে ফিরে যেতে হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের অ্যাবাকাশ কনভেনশন সেন্টারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ চুক্তিতে মন্ত্রণালয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব বেগম শামছুন নাহার এবং সংস্থা প্রধান হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লি. (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালকের পক্ষে পরিচালক শফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ একটি পাওয়ার পয়েন্টি উপস্থাপন করেন।

নুরুল ইসলাম বলেন, একটি গতিশীল প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কর্মসম্পাদনে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ কল্পে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।

তিনি বলেন, রূপকল্প ও অভিলক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয়ের কার্য-সম্পাদনের কৌশলগত উদ্দেশ্য, কার্যক্রম এবং কর্মসম্পাদন সূচকসমূহ এ চুক্তিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। এর ফলে মন্ত্রণালয় ও সংস্থার লক্ষ্য অর্জন এবং দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *