গান দিয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চান উর্মি রিমা
ছোটবেলা থেকে বাবা-মার প্রেরণায় গানের জগতে আসেন উর্মি রিমা। গান শিখেন চট্টগ্রাম বেতারের সঙ্গীত পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ ও আবু তাহের চৌধুরীর কাছে। এছাড়াও নিরদ বরন বড়ুয়ার কাছে ক্লাসিক্যালে তালিম নেন। কিছুদিন বিরতির পর ডিকেএম শান্ত এর অনুপ্রেরণায় আবার গানের জগতে ফিরে আসা।
গানের বিষয়ে পরিবারের সকলের কাছ থেকেই অনুপ্রেরণা পাচ্ছেন, শ্বশুর বাড়ির লোকদের কাছেই বেশী। হাজবেন্ড ভীষণ উৎসাহ দেন গানের পথ ধরে এগিয়ে যাওয়ার জন্যে। গানের মধ্য দিয়েই সবার হৃদয়ে বেঁচে থাকতে চান গুণী এই শিল্পী।