গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ নিহত ৬

0
1498732827

1498732827

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাশিয়ানি উপজেলার মাঝিগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হন।

নিহতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের সৌদি প্রবাসী হালিম আকন (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩২), শ্যালক বাদল ফরাজি (৩৫), ছেলে সুজন (১৭), সিহাব (৮) ও মাইক্রোবাসচালক।

কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলী নূর জানান, হালিম আকন বৃহস্পতিবার ভোরে সৌদি আবর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে নিয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাড়ি আসার সময় গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মাঝিরগাতি গ্রামে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হন। আহতদের মধ্যে ৮ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *