চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই

0
1495358582

1495358582

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন চিকুনগুনিয়া রোগ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, চিকুনগুনিয়া একটি নতুন রোগ। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এ রোগে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। প্যারাসিট্যামল খেলেই সর্বোচ্চ সাত দিনের মধ্য জ্বর সেরে যায়।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বরের বটতলায় ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ক্র্যাশ কর্মসূচি’র উদ্বোধনের সময় এসব কথা বলেন। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের তত্ত্ববধানে সাত দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এ ছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলালসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মেয়র চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, এ পর্যন্ত সারা দেশে এই রোগে বহু সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। কেউ মারা যাননি। আমরা এই রোগ প্রতিরোধের জন্য জনগণকে সচেতন করার চেষ্টা করছি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *