ডিআইজি মিজানের হুমকি, ডিআরইউ ও ল’ রিপোর্টার্স ফোরামের প্রতিবাদ

0
ig

ig

পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রচার করায় যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিনকে প্রাণনাশের হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ল’ রিপোর্টার্স ফোরাম।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে মিজানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

সম্প্রতি ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোর করে তুলে নিয়ে বিয়ে করা এবং ওই নারীর ওপর নির্মম নির্যাতনের বিষয়টি দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশ ও যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ডিআইজি ওই দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন এবং তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *