ঢামেকে রোগীর স্বজন-ডাক্তারদের সংঘর্ষ

0
dhaka medical

dhaka medical

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ডাক্তার-আনসারসহ ৪ জন আহত হয়েছেন। পুলিশ রোগীর স্বজনদের পক্ষের দুইজনকে আটক করেছে।

ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগসহ চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন।

জানা যায়, দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এক রোগী মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। পরে এ নিয়ে ডাক্তারদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্বজনদের পক্ষ হয়ে হাসপাতালের বাইরে থেকে আরও লোক এবং অন্য ডাক্তাররা এগিয়ে এলে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় ডাক্তার ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারসহ ৪ জন আহত হন। পরে পুলিশ গিয়ে রোগীর পক্ষের দুইজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ ছিল। এ সময়ের মধ্যে গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ করতে দেয়া হয়নি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *