দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপে শনিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। যার ফলে যাত্রীবাহী পরিবহন, মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ফেরি পারাপারের জন্য আটকা পড়ে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, স্বাভাবিকভাবে এই রুট দিয়ে দুই হাজার থেকে ২২ শত যানবাহন পারাপার হলেও বর্তমানে সেই পরিমান হয়েছে দ্বীগুন আর বৈরি আবহাওয়ার কারণে ফেরি ঘাটে পৌঁছতে সময় বেশি লাগছে যে কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরো জানান, পরিস্থিতি মোকাবেলায় ছোট-বড় মোট ১৮টি ফেরি সার্বক্ষণিক সচল রেখে বিভিন্ন গাড়ি ও যাত্রী পারাপার করা হচ্ছে।
আর যাত্রীরা জানান, দৌলতদিয়া ঘাটে ভোগান্তি না থাকলেও ভোগান্তি রয়েছে পথে পথে, পরিবহনগুলো দ্বিগুন ভাড়া নেওয়ার অভিযোগ করেন তারা।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের কর্মরত ট্রাফিক সার্জেট উৎপল কুমার জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।