নওগাঁয় সিঙ্গাপুর ফেরত যুবকের শরীরে মেলেনি করোনার উপসর্গ

0
edited-naogaon-1583209766827

শাহেদ আল মাসুদঃ নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোগীর শরীরে কোনো ধরনের করোনার উপসর্গ পাওয়া যায়নি, মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি জ্বরে আক্রান্ত হয়েছে’

নওগাঁয় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত যুবকের শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হক দিনবদলকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোগীর শরীরে কোনো ধরনের করোনার উপসর্গ পাওয়া যায়নি। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি জ্বরে আক্রান্ত হয়েছে । বর্তমানে রোগী আগের চেয়ে অনেকটা সুস্থ আছে।

গত শুক্রবা (২৮ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন তিনি। রবিবার রাত থেকে জ্বর, সর্দি ও মাথা-ব্যথা শুরু হয় ওই যুবকের। পরে সোমবার বিকালে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হলে ওই যুবককে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *