প্রধান বিচারপতির ছুটির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল

এক মাসের পর ওই ছুটির মেয়াদ আরও দশ দিন বাড়িয়ে ১০ নভেম্বর পর্যন্ত করা হয়েছিল।
তবে এর মধ্যে তিনি দেশে ফিরছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অসুস্থজনিত কারণে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি।
ছুটিতে থাকাবস্থায় অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন তিনি ও তার স্ত্রী সুষমা সিনহা।
অস্ট্রেলিয়া দূতাবাস তাদের তিন বছরের ভিসা দেয়। দেশটিতে তাদের বড় কন্যা সূচনা সিনহা বসবাস করছেন। ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেন প্রধান বিচারপতি।
এদিকে এক মাসের ছুটিতে থাকাবস্থায় প্রধান বিচারপতি তার ছুটির মেয়াদ দশ দিন বাড়ান।
ছুটির মেয়াদ বৃদ্ধির বিষয়টিও মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
সেই হিসেবে তিনি আগামীকাল শুক্রবার পর্যন্ত ছুটিতে থাকবেন।