ফার্মগেটে স্মৃতিবিজড়িত গবেষণাগার ভাঙায় ৫ জনকে হাইকোর্টের সতর্কতা

0
high court picture

high court picture

ঢাকার ফার্মগেটে কৃষি গবেষণার স্মৃতিবিজড়িত ল্যাবরেটরি ভবন না ভাঙার বিষয়ে আদালতের আদেশ অমান্য করায় গণপূর্ত সচিবসহ সংশ্লিষ্ট পাঁচজনকে সতর্ক করেছেন হাইকোর্ট।

পাশাপাশি ভবিষ্যতে মৌখিক বা লিখিত কোনো আদেশ পালনে তাদের আরও দায়িত্বশীল হতে বলা হয়েছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তাদের সতর্ক করেন।

এ সময় আদালতে গণপূর্ত সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালক এবং ল্যাবরেটরি ভবন ভাঙার ঠিকাদার উপস্থিত ছিলেন। ৫ নভেম্বর তাদের তলব করেছিলেন হাইকোর্ট।

পূর্ত সচিবসহ পাঁচজনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে, রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী আশিক আল জলিল।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে বলেন, ঐতিহ্যবাহী ভবনটি না ভাঙতে আদালতের আদেশটি পাওয়ার পর ঘটনাস্ট’লে গিয়ে দেখা যায়, ভবনটি ভেঙে ফেলা হয়েছে।

সম্প্রতি একটি দৈনিকে ‘ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।পরে ওই প্রতিবেদনের বিষয় তুলে ধরে বেসরকারি সংস্থার আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলাম হাইকোর্টে একটি রিট করেন।

ওই রিটে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন হাইকোর্ট। তবে এরই মধ্যে ভবন ভাঙার কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নজরে এলে ৫ নভেম্বর পূর্ত সচিবসহ পাঁচজনকে তলব করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *