বঙ্গবন্ধুর ছবি নিয়ে ১৭ মার্চের পর কথা হবে: আরিফিন শুভ

মাহমুদ ফয়সাল: সম্পর্কিত খবর‘বঙ্গবন্ধুর বায়োপিকে নির্বাচিত শিল্পীরা কেউই চুড়ান্ত নয়’বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রে এ কেমন অভিনেতা-অভিনেত্রী বাছাই!বঙ্গবন্ধুর বায়োপিকে ৫০ চরিত্রে অভিনয় করবেন যারা
এই সময়ের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ, আবারও তিনি উঠে এসেছেন আলোচনায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন তিনি। ভারতের বিখ্যাত নির্মাতা পরিচালনায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এটি নির্মিত হচ্ছে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে ‘বঙ্গবন্ধু’ ছবির প্রাথমিক শিল্পী তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য আরিফিন শুভ’র নাম উল্লেখ করা হয়।
বঙ্গবন্ধু চরিত্রে অভিনয়ের আগে কি প্রস্তুতি নিচ্ছেন? জবাবে শুভ বলেন, প্রস্ততি-প্রতিক্রিয়া-অনুভূতি সবই বলবো ১৭ মার্চের পর। বঙ্গবন্ধু চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক শ্যাম বেনেগাল আমার অডিশন নিয়েছিলেন। ওইসময়ই বলে দেওয়া হয়, আপাতত মুখ বন্ধ রাখতে হবে। ১৭ মার্চের পর অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে। এর আগে ‘বঙ্গবন্ধু’ ছবি নিয়ে কিছু বলা যাবে না। আমিও এ নিয়ে আগ বাড়িয়ে কোনো কথা বলতে চাই না।
আরিফিন শুভ জানান, এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে বঙ্গবন্ধু কাউন্সিলের আয়োজনে স্থানীয় এএনজেড স্টেডিয়ামে মঞ্চস্থ ‘আমি তোমার পিতা’ নাটকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে শুভ বলেন, সানোয়ার পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। ছবির শুটিং শেষ। আর কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী ঈদে নির্মাতারা ছবিটি মুক্তি দিতে পারবেন। এ ছবির কাজের পাশাপাশি একটি বিজ্ঞাপনের কাজ করছি। একটি মুঠোফোনের শুভেচ্ছাদূত হয়েছি কিছুদিন আগে। এখন সেই পণ্যের প্রচারণায় অংশ নিচ্ছি। এছাড়াও আরও কিছু কাজের কথা হয়েছে। সময় সুযোগ বুঝে সে কাজগুলো করার ইচ্ছা আছে।