বিচার বিভাগের ক্ষমতা ক্ষুন্ন করার চিন্তা সরকারের নাই: আইনমন্ত্রী

0
ad mini

ad mini

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের ক্ষমতা ক্ষুন্ন করার চিন্তা সরকারের নাই। বরং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাসী, কোন বিষয়ে দ্বিমত থাকলেও আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।

বৃহস্পতিবার রংপুরে নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ষোড়শ সংশোধনীতে রায় লেখার সময় ইস্যুর বাইরেও কিছু অপ্রসাঙ্গিক, অপ্রয়োজনীয় বিষয় এসেছে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে । অথচ রায়ে একক নেতৃত্বে হয় নাই লেখা হয়েছে। এই রায় বাংলাদেশের জনগণ মানে না।

রংপুর জেলা ও দায়রা জজ হুমায়ন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু, সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ জহিরুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক পিপি প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *