মদিনায় মহানবীর রওজা জিয়ারতে প্রধানমন্ত্রী

মদিনা নগরীতে অবস্থিত মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন তিনি।
সোমবার স্থানীয় সময় দুপুরে মহানবীর রওজা মোবারক জিয়ারতের সময় তিনি দেশ ও জনগণের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় তার সফরসঙ্গীরাও সেখানে নামাজ আদায় ও মোনাজাত করেন।
এর আগে স্থানীয় সময় সকালে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা রিয়াদে বাদশাহ সালমান এয়ারবেজে বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান মদিনা প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
বিমানবন্দর থেকে মসজিদে নববীর কাছে ইন্টার কন্টিনেন্টাল মদিনা-দার আল ইমাম হোটেলে অবস্থান করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এরপর সেখান থেকে যান রাসুল্লাহ (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারতে।
মহানবীর রওজা মোবারক জিয়ারতের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একই ফ্লাইটে মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখান থেকে স্থানীয় সময় ৭টার দিকে মক্কার দিকে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
মক্কায় সৌদি বাদশাহ’র অতিথি হিসেবে রাজকীয় প্যালেসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখানে সবাইকে নিয়ে ওমরাহ পালন করবেন তিনি।
মঙ্গলবার সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা। এর আগে গত ২১ মে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের বাদশাহ’র আমন্ত্রণে দেশটিতে যান শেখ হাসিনা।