যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিশু আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক শিশু আহত হওয়ার ঘটনার জের ধরে ১০/১২টি গাড়িতে ভাংচুর চালিয়েছে এলাকার বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, বেলা সাড়ে ১২টার দিকে বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের ধাক্কায় শিশুটি আহত হয়। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের ধাক্কায় শিশুটি মারা গেছে এমন গুজবে শহীদ ফারুক রোড অবরোধ করে এলাকাবাসী কয়েকটি গাড়িতে ভাংচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।