যারা অপহরণ বা নিখোঁজ হয়েছেন, পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে : আইজিপি

0
igp

igp

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল দাসসহ যারা অপহরণ বা নিখোঁজ হয়েছেন, পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে। এ কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

তার মতে, নিখোঁজদের উদ্ধার করতে পারলে প্রত্যেকটি অপহরণের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর পুলিশলাইনের নবনির্মিত গেট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশে নিখোঁজের ঘটনা ঘটলে আমরা মামলা নিই। এরপর উদ্ধার তৎপরতা শুরু করি। অপহরণের ঘটনার মধ্যে শতভাগ না হোক অন্তত ৭৫ ভাগ অপহৃতকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও জানান পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।

এ সময় শিক্ষক সিজার ও সাংবাদিক উৎপলসহ নিখোঁজদের উদ্ধারের বিষয়ে শহীদুল হক বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছি। এ সময় দেশের আইনশৃঙ্খলা ভালো আছে বলেও মন্তব্য করেন আইজিপি।

উল্লেখ্য, চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়াসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে দুদিনের সফরে শুক্রবার সকালে চাঁদপুরে আসেন আইজিপি।

শনিবার সকালে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *