রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগকারীদের দ্রুত খুঁজে বের করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
home minister

home minister

রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে মিথ্যা প্রচারণার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলাকারীদের অতি দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসার ১০ তলা ভবনের মাদ্রাসা ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, রংপুরের হামলায় জড়িতদেরকে অবশ্যই কঠোর শাস্তি প্রদান করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ওয়াদা অনুযায়ী কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদকে এম এ পর্যন্ত স্বীকৃতি দিতে শিগগির সংসদে আইন পাশ করা হবে। আলেমদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নাগরিকদের মাঝে বেশি বেশি প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ইসলাম ও কোরআন হাদিস বিরোধী কোনো কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

মন্ত্রী বলেন, ইসলামে বিনা কারণে বা অপপ্রচারের মাধ্যমে বাড়িঘরে হামলা তো দূরের কথা কোন মুসলিম কারণ ছাড়া কোনো লোকের গাছের পাতা পর্যন্ত ছিঁড়েন না। তাই বারবার রংপুর, ফরিদপুর, রামুসহ দেশের বিভিন্ন এলাকায় কেনো অন্য ধর্মের মানুষের উপর হামলা হচ্ছে তা আলেমদেরকেই খতিয়ে দেখতে হবে। যারা আইন হাতে তুলে নিয়ে বিনা কারণে অন্যের বাড়িতে হামলা ও লুটতরাজ করে তারা ইসলামের শত্রু। তাই তাদেরকে ইসলামের স্বার্থে আলেম সমাজকেই খুঁজে বের করতে হবে। এসব ইসলামবিরোধীরা নানা কথা অপপ্রচার করে ইসলামী বিশ্বকেই বিভ্রান্ত করে দিচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার স্বার্থেই বিএনপির সমাবেশ করতে সকল দলের মতো নির্দিষ্ট কিছু শর্ত দিয়েছে ডিএমপি।

ইস্কাটনের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহিদুর রহমান সাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মুফতি সালাহ উদ্দীন, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা কমিটির সভাপতি মুখলেছুর রহমান, বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ডের সহ-সভাপতি শায়খুল হাদিস মো. আশরাফ আলীসহ অন্তত পাঁচ শতাধিক আলেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী নিজ নির্বাচনী এলাকার এই মাদ্রাসায় ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *