রাজধানীর বাড্ডা, রামপুরা ও বংশাল থেকে তিন যুবকের লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডা, রামপুরা ও বংশাল থেকে একজন করে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) মরদেহগুলো পাওয়া যায়। প্রত্যেকেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাড্ডা থানার বড় বেরাইত নয়াবাড়ি এলাকায় একটি বাসা থেকে শুক্রবার সকালে উদ্ধার করা হয় বাবু মিয়া (২৪) নামে এক যুবকের লাশ। তাকে তিন তলার ওই বাসার ছাদে রডের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, দুপুরে বাবুর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাবু মিয়ার বাবা আব্দুল খালেক পুলিশকে জানিয়েছেন, তার ছেলে মাদকাসক্ত ছিল। বাবার ধারণা, বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার পর থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে বাবু ছাদের রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশের কাছে নিজের ধারণা জানিয়েছেন বাবা।
বাড্ডার কাছে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ২১৩ নম্বর বাড়িতে উদ্ধার করা হয় আতিকুর রহমানের (২২) লাশ। তিনি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বাবা আতাউর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তার ছেলে নিজের ঘরের ফ্যানের সঙ্গে গলায় চাদর প্যাঁচিয়ে ফাঁস দেন।
ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নামিয়ে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার মাখনা গ্রামে। তবে ছেলের মৃত্যুর কোনও কারণ জানাতে পারেননি বাবা।
এদিকে বংশালে সাতরোজা এলাকা থেকে শুক্রবার দুপুর ১টার দিকে তামিম (৩৫) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মাদকাসক্ত ছিলেন। তাদের ধারণা, তামিম আত্মহত্যা করেছেন।
বংশাল থানা পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।