রাজনীতিতে আসার আগে মোদির সেই চায়ের দোকান!

রাজনীতিতে আসার আগে একসময় বাবার সাথে একটি চায়ের দোকান চালাতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চায়ের দোকানটি ছিলো ভেদনগর নামে একটি রেলওয়ে স্টেশনের সাথে লাগোয়া একটি ছোট্ট জায়গায়।
চা খেতে যাত্রী আর এলাকাবাসীর পদচারণায় মুখর ছিলো তখন সেই দোকান। ছোট এক রেলস্টেশনের সেই দোকান এখন মরচে পড়ে অনেকটাই পরিত্যক্ত। তবে অনেকবছর পর এ চায়ের দোকানটি আবার প্রাণ পেতে যাচ্ছে।
গুজরাট রাজ্যে নরেন্দ্র মোদির শহর ভেদনগরে চায়ের দোকানকে একটি পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।
ভারতের কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা সম্প্রতি ভেদনগর এলাকা পরিদর্শন করেছেন এবং পর্যটন কেন্দ্র নির্মানের বিষয়টি ঘোষণা দিয়েছেন।
নরেন্দ্র মোদি অবশ্য সবসময় খোলাখুলিই বলেছেন, একজন চায়ের দোকানদারের সন্তানের পরিচয় শিকড়ে রয়েছে।
ভেদনগরে মোদির এই শিকড়কে উজ্জীবিত করতেই দেশটির কর্তৃপক্ষ এখন নিয়েছে বিভিন্ন পরিকল্পনা। এ জন্য ভারত সরকার হাতে নিয়েছে দেড় কোটি ডলারের প্রকল্প।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া