সেন্টমার্টিনে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট

0
1496109578

1496109578

সেন্টমার্টিনে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেখানে খাবার ও বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থাই নেই।

হঠাৎ করে ৭ ও ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখা দেওয়ায় মানুষজন আতংকিত হয়ে পড়ে। হঠাৎ পাওয়া বিপৎসংকেতের কারণে বেশিরভাগ মানুষ দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিতে চলে যায়। যে কারণে তারা খাদ্যদ্রব্য সঙ্গে নিতে পারেননি। তাই খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

দ্বীপেটির একমাত্র সাইক্লোন সেন্টারটি জরাজীর্ণ বিধায় হাসপাতালে আশ্রয় নিয়েছে মানুষ। কিন্তু সরকারি হাসপাতালটিতে খাবার আর পানির ব্যবস্থা না থাকায় সেখানে আশ্রয় নেওয়া প্রায় দেড় হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

জানা গেছে, হাসপাতাল ছাড়াও দ্বীপের হোটেল, অবকাশকেন্দ্র, জেলা পরিষদ ডাকবাংলো ও আবহাওয়া অফিসে ৪-৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আশ্রয়কেন্দ্রগুলোতে নারী, শিশু-কিশোরেরা ভয়ে কান্নাকাটি করছে। তাদের অনেকের কাছেই খাবার নেই। বিশুদ্ধ পানি নেই।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *