সৌদির সঙ্গে মিল রেখে কয়েক জেলায় ঈদ

প্রতি বছরের মতো মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবারও ঈদুল ফিতর উদযাপন করছেন ভোলাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ।
রোববার ভোলা, মৌলভীবাজারসহ কয়েকটি জেলায় বিভিন্ন পীরের অনুসারীরা ঈদ উদযাপন করছেন।
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলা
ভোলায় একদিন আগেই জেলার তিন উপজেলার ৭ গ্রামে ঈদ পালিত হচ্ছে। বোরহানউদ্দিন উপজেলার মনিরাম. তজুমদ্দিন উপজেলার ডাইরীতে সকালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সকালে বৃষ্টির জন্য এ উৎসবে কিছুটা ব্যঘাত ঘটে। সুরস্বরী মতালম্বী প্রায় ২ হাজার পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ উৎসব করে আসছে।
মৌলভীবাজার
মৌলভীবাজারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ১০টি গ্রামের দেড় শতাধিক মানুষ।শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা বাসার ছাদে রোববার সকাল সোয়া ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার নারী ও পুরুষ নামাজ আদায় করেন।
গত ৯ বছর ধরে উজাণ্ডি পীর সাহেবের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।
এদিকে রোববার চাঁদ দেখা গেলে বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ঈদ উদযাপন করবেন সোমবার। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ উদযাপিত হচ্ছে।