৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ছাত্রলীগ

নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচি শুরু হয়।
এরপর সেখান থেকে নেতাকর্মীরা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।একে একে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।