অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

0
ফাইল ফটো

অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারকে বিভ্রান্ত করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে রাজধানীর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি সবাইকে একটা কথা বলব, অপপ্রচারে কান দেবেন না। হাঠাৎ পেঁয়াজ নাই, লবণ নাই, এটা নাই-সেটা নাই-নানা ধরনের কথা প্রচার হয়। এভাবে মানুষকে বিভ্রান্ত করে ফেলার চেষ্টা করা হয়। এটা করবেই আমি জানি, এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে মোকাবিলা করে আমাদের চলতে হবে।’

অপপ্রচার এবং গুজবে কান না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের সামগ্রিক মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের ভাগ্য উন্নয়নে যা যা দরকার সবই করছে সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, প্রতিটি মানুষের মৌলিক অধিকার পূরণে আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষ যেন ভালো থাকে, সে লক্ষ্যে আমরা নানা কর্মসূচি গ্রহণ করছি। যাদের ঘর নেই, তাদের ঘর দিচ্ছি। যাদের জমি নেই, তাদের জমি দিচ্ছি। গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অনেককে পুনর্বাসন করছি।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *