অ্যাওয়ার্ড পেলে কার না ভালো লাগে: তামিম

0
tamim

tamim

ত্রিদেশীয় সিরিজের টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি (৮৪*, ৮৪, ৭৬) করেছেন তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং শ্রীলংকার বিপক্ষে ভালো খেলা সত্বেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন দেশ সেরা এ ওপেনার। তামিমমের পাশাপাশি অলরাউন্ড পারফরম করে প্রথম দুই খেলায় ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব।

মঙ্গলবারও জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিযোগিতা করে পারফরম করেছেন সাকিব-তামিম। ৭২ রান করা তামিমের পাশাপাশি সাকিব করেছেন ৫১ সঙ্গে ৩ উইকেট।এদিনও সাকিবের ম্যাচ সেরা হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা শেষ পর্যন্ত তামিমকে পুরস্কৃত করলেন।

টানা তিন ম্যাচে ভালো খেলার পর অবশেষে ম্যাচ সেরার পুরস্কার জেতা নিয়ে হাসির ছলেইতামিম বলেন, অ্যাওয়ার্ড পাওয়ায় আমার তো ভালোই লাগছে (হাসি)। আমি আগের প্রেস কনফারেন্সেও বলেছিলাম। আমি রিওয়ার্ড চাই, অ্যাওর্য়াড না। আজও আমার আর সাকিবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আমার মতো সেও হাফ সেঞ্চুরি করেছে পাশাপাশি শুরুতেই দুটি উইকেট তুলে নিয়েছে। আজও যদি সাকিব ম্যাচ সেরার পুরস্কার জিতে নিতো আমি মন খারাপ করতাম না। কারণ আমি মনে করি সেও সমানভাবে এটার যোগ্য।

এই ম্যাচের মধ্য দিয়ে ছয় হাজার রান পূর্ণ করার পাশাপাশি নির্দিষ্ট কোন একভেন্যুতে রান সংগ্রহের দিক থেকে বিশ্বে সেরা হয়েছেন তামিম। নিজের এই মাইলস্টোন নিয়ে বাংলাদেশ দলের এ ওপেনার বলেন, অবশ্যই ভালো লাগছে। ম্যাচের আগেই আমি জানতাম এমন রেকর্ড হবে। একই মাঠে এতো রান করা এবং ছয় হাজার রানের মাইলস্টোন করাটা আমি উদযাপন করবো। যে কোনও অর্জনই উদযাপন করা উচতি। তবে একই ভেন্যুতে বেশি রান করাররেকর্ডটি একজন বাংলাদেশি হিসেবে আমার কাছে বেশি এগিয়ে থাকবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *