আওয়ামীলীগকে আবারও বিজয়ী করতে হবে : অসীম কুমার উকিল

0
asim kumar ukil

asim kumar ukil

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সান্দিকোনা কলেজ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল ।

ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি নুরুল ইসলাম, এডভোকেট আব্দুল কাদির ভূঞা,পৌর মেয়র আসাদুল হক ভূঞা,পৌর আ’লীগ সভাপতি কামরুল হাসান ভূইঁয়া,সাজিদুল ইসলাম সন্জু,এডভোকেট নুরুল আলমসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন । এ সময় অসীম কুমার উকিল বলেন-উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে । অধ্যাপক অপু উকিল তার বক্তব্যে বলেন-আগামীদিনে নৌকার বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।

এ জনসভায় সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল সহকারে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে জমায়েত হতে থাকে সান্দিকোনা কলেজ মাঠ প্রাঙ্গনে । সকাল গড়িয়ে বিকাল হতে না হতেই কানায় কানায় ভরে উঠে গনমানুষের ঢলে । তিল ধারণের ঠাঁই নেই এমন অবস্থায় কলেজ মাঠ প্রাঙ্গণ জনকোলাহলে জয়বাংলা জয়বঙ্গবন্ধু প্রতিধ্বনিতে রব উঠে । পরে কলেজ মাঠ প্রাঙ্গনের বহিরাভাগের বিভিন্ন রাস্তা-ঘাট জনমানুষের ঢলে পরিপূর্ণ হয়ে পড়ে । এতে সান্দিকোনা ইউনিয়ন আ’লীগের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েেেছ । কেন্দুয়ায় উপজেলায় আ’লীগের স্বরণকালের সর্ববৃহৎ জনসভা হয়েছে এটি-এমন মন্তব্য রয়েছে উপস্থিত অনেক নেতাকর্মীর । কেন্দুয়া উপজেলায় অতীতে অনুষ্ঠিত হওয়া আওয়ামীলীগের অন্যান্য জনসভার চেয়ে তিনগুণ বেশী গনমানুষ উপস্থিত ছিল সান্দিকোনার এ জনসভায় ।ধারণা করা যায় প্রায় ত্রিশ হাজারের অধিক লোক সমাগম হয়েছিল জনসভায় ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *