আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার দেশের যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘সরকার যুব সম্প্রদায়ের দক্ষতা উন্নয়নে কাজ করছে। যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে। তখন দেশের চেহারাই পরিবর্তন হয়ে যাবে।’
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অক্সফ্যাম বাংলাদেশ আয়োজিত ‘কাজের জন্য তরুণদের ক্ষমতায়ন’শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
অক্সফ্যাম বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর স্লেহলে ভি সোনেজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি ও অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাধারণ সম্পাদক শিশির শীল। অনুষ্ঠানে মূল পেপার উপস্থাপন করেন অক্সফ্যাম বাংলাদেশ এর প্রকল্প ম্যানেজার জলি নূর হক ও সিনিয়র প্রকল্প কর্মকর্তা পুষ্পিতা সাহা।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার সম্পূর্ণভাবে শিশুশ্রম বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে। যে কোনোভাবে এই সময়ের মধ্যে শিশুশ্রম নিরসন করা হবে।
তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী ১২ বছরের নিচে কোন শিশুকে কেউ কাজে লাগাতে পারবে না। তবে ১২ থেকে ১৮ বছরের মধ্যে কাউকে গৃহকর্মী নিয়োগ করতে হলে নীতিমালা অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। পড়ালেখার সুযোগ দিতে হবে, সাপ্তাহিক ছুটি থাকবে, থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। এসব শর্ত সাপেক্ষে গৃহকর্মী নিয়োগ দেয়া যাবে। এটা পাওয়া তাদের মৌলিক মানবিক অধিকার।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, যেসব শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত তাদের প্রশিক্ষণ দিয়ে কীভাবে আত্মনির্ভর করা যায় সে ব্যাপারে একটি প্রকল্প নেয়া হচ্ছে। প্রয়োজনে তাদের মা-বাবাকে আয় বর্ধক খাতে ঋণ দেয়া হবে।
তিনি বলেন, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম এলাকার ১ হাজার ২শ’নারীকে গার্মেন্টস শিল্পে কাজ করার জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের চাকরি দেয়া হবে। বাসস