আনন্দ ও বেদনার স্মৃতিবাহী,শেখ কামাল ভাইয়ের জন্মদিন : তথ্যমন্ত্রী

0
ফাইল ছবি

ফাইল ছবি

আজ ৫ আগস্ট রোববার জাতির পিতা বঙ্গবন্ধুর প্রথম পুত্র এবং দ্বিতীয় সন্তান শহীদ শেখ কামালরে জন্মদিন।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর প্রথম পুত্র এবং দ্বিতীয় সন্তান শহীদ শেখ কামাল ভাইয়ের জন্মদিন একই সঙ্গে যেমন আনন্দের, তেমনই বেদনার স্মৃতিবাহী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছিল, তখন পিতা বঙ্গবন্ধু, মাতা বঙ্গমাতা ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনিও নির্মমভাবে শহীদ হন। বাংলাদেশে হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধ হোক, এটিই তাঁর এই পবিত্র জন্মদিনে আমাদের প্রার্থনা।’

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে তথ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এ সময় সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে, এ জন্য দেশবাসীকে অভিনন্দন জানাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শহীদ শেখ কামাল বাংলাদেশের এক অনন্য ক্রীড়া সংগঠক, যিনি আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করে বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তন করেছিলেন। সংস্কৃতিমনা এ মানুষটি সেতার বাজাতেন, গান গাইতেন, ক্রিকেট খেলতেন। তাঁকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, সংস্কৃতিমনা প্রচ- সম্ভাবনাময় মানুষকে হারিয়েছে। তাঁর জন্মদিনে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি।’

এদিন সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *