আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টারের বর্ষপূর্তী আলোচনা সভা অনুষ্ঠিত

0
WhatsApp Image 2026-01-06 at 4.43.16 PM

মঙ্গলবার,
২২ পৌষ ১৪৩২বঙ্গাব্দ,
০৬ ডিসেম্বর ২০২৬ ইং।

স্থানীয় প্রতিনিধি : সম্প্রতি অনুষ্ঠিত হলো আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টারের বর্ষপূর্তী আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নুরুজ্জামান মুন্না, চেয়ারম্যান জাতীয় এনজিও রিজডা। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার, নকলা, শেরপুর।

আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টার গণপদ্দি, নকলা,শেরপুর এর উদ্যোগে উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নুরুজ্জামান মুন্না বলেন. মানব জীবনে দোলনা থেকে কবর পর্যন্ত একজন মানুষের প্রথম অগ্রাধিকার তার নিজের সুস্থতা।
তিনি বলেন কারো হয়তো কোটি কোটি টাকা আছে কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ তার ওই টাকা অর্থ বৈভব মূল্যহীন। আর সুস্থতার জন্য প্রয়োজন শরিরের চাহিদা অনুযায়ী সুষম খাদ্য গ্রহন করা। আর সুচিকিৎসা গ্রহন যা আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টারের মাধ্যমে নকলার জনগন পেয়ে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নকলা উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন উপস্থিত ব্যক্তিবর্গের সান্নিধ্যে কাজের গতি বহু গুন বেড়ে যায়। আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টার এর উত্তর উত্তর সফলতা কামনা করেন। তিনি উক্ত প্রতিষ্ঠানে সাধ্যমত সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজিয়া সামাদ ডালিয়া, সভাপতি শেরপুর ডায়াবেটিকস সমিতি ও জেনারেল হাসপাতাল, অধ্যাপক তাসলিমা বেগম সাবেক চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ড, খন্দকার রাকিবুর রহমান অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (সওজ)। এবং পরিচালনা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *