আমি আজ জীবিত শুধু আমার ‘মা’ ১৬ কোটি মানুষের নেত্রী শেখ হাসিনার জন্য

0
1499000837

1499000837

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক ফুটবলার বাদল রায়। সিঙ্গাপুরে চিকিৎসারত সাবেক তারকা ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায়ের মাথায় গত শুক্রবার রাতে দ্বিতীয় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রায় আড়াই ঘন্টা সময় লাগে তার মাথায় ব্রেনের উপর খুলি পুনঃস্থাপন করতে। এরপর তাকে রাখা হয় আইসিইউতে।

গভীর রাতে যখন তার জ্ঞান ফেরে এবং স্ত্রী মাধুরী রায় যখন তার সাথে দেখা করেন তখন বাদল রায় অশ্রু সজল চোখে স্ত্রী’কে বলেন, ‘আমার দ্বিতীয় জীবন দানকারী মা জননেত্রী শেখ হাসিনাকে শত কোটি প্রণাম জানাও। আমি আজ জীবিত শুধু আমার ‘মা’ ১৬ কোটি মানুষের নেত্রী শেখ হাসিনার জন্য। আমি তাঁর কাছে চিরকৃতজ্ঞ। আমার মায়ের (শেখ হাসিনা) এ ঋণ আমি বাকি জীবনে শোধ করতে পারবো না।’

বাদল রায় তার স্ত্রী’কে বলেন, তুমি এ কৃতজ্ঞতা বাণী মিডিয়ার মাধ্যমে আমার মা শেখ হাসিনাকে জানানোর ব্যবস্থা করো। সিঙ্গাপুর থেকে ফোনে বাদল রায়ের আরজি জানান তার স্ত্রী মাধুরী রায়।

উল্লেখ, গত জুন মাসের ৫ তারিখে ওয়ারির বাসায় গভীর রাতে আকস্মিক ব্রেন স্টোকে আক্রান্ত হলে স্কয়ার হাসপাতালে বাদল রায়কে ভর্তি করা হয়। এরপর পরিস্থিতি খারাপ হলে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার সমস্ত দায়ভার নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠান। বাসস।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *