আসামের বাঙালিদের গায়ে হাত পড়লে আমি বসে থাকব না : মমতা বন্দ্যোপাধ্যায়

আসামে নাগরিকপঞ্জি তৈরির নামে বাঙালিদের টার্গেট করা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে তৃণমূল কংগ্রেসের সাংসদরা আজ সংসদের সামনে বিক্ষোভ জানাচ্ছেন।
মুখ্যমন্ত্রী বুধবার এক জনসভায় রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাঙালিদের গায়ে হাত পড়লে আমি বসে থাকব না। আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রথম খসড়া ঘিরে উদ্ভুত পরিস্থিতির উল্লেখ করে মমতা বলেছেন, ষাট ও সত্তর দশকের বাঙালি খেদাওয়ের ফলে পশ্চিমবঙ্গে বহু বাঙালি চলে আসতে বাধ্য হয়েছিলেন। এবারও তেমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যরাতে সুপ্রিম কোর্টের নির্দেশে ও তত্ত্বাবধানে এনআরসির প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে।