উপমন্ত্রীর পদমর্যাদায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র

সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র বেগম সেলিনা হায়াৎ আইভীকে স্ব-পদে অধিষ্ঠিত থাকাকালীন উপমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে ঢাকার দুই সিটি মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছিল। তবে গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা এবং কুমিল্লা সিটি মেয়রকে কোন পদমর্যাদা প্রদান করা হয়নি।