একজন সৃজনশীল কর্মকর্তা ড.ফখরুল করিম।

0
WhatsApp Image 2025-11-17 at 10.38.02 PM

সোমবার,
৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ,
১৮ নভেম্বর ২০২৫ ইং,

বাংলাদেশ বেতার সদর দপ্তরে উপ-পরিচালক (সংগীত) বিভাগে দায়িত্বরত কর্মকর্তা ড.ফখরুল করিম। একজন প্রচার বিমুখ চৌকস সৃজনশীল কর্মকর্তা।

এই প্রতিবেদকের সাথে বিভিন্ন আলাপচারিতায় উঠে আসে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শাখায় তাঁর শিল্প সাহিত্য চর্চার কথা। বাঙালি সংস্কৃতির প্রায় প্রতিটি শাখায় রয়েছে তার বিচরণ। একাধারে তিনি একজন গীতিকার, লেখক, গবেষক এবং কবি। সংগীত অঙ্গনের অনেক প্রথিতযশা শিল্পীর কন্ঠে তার লেখা গান শ্রোতাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। এছাড়াও তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন বাংলাদেশ বেতার নাটকে সমাজ বাস্তবতা ও শিল্প শৈলীর উপরে।

কবি ড. ফখরুল করিম ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দরিল্যায় জন্মগ্রহণ করেন। পিতা মরহুম রেজা ই করিম, মাতা ফাতেমা বেগম। শিক্ষাজীবনে তিনি বিএসসি অনার্স এবং এমএস ইন ফরেস্ট্রি, খুলনা বিশ্ববিদ্যালয়। এমএ ইন এমএজিডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সম্প্রতি কবি ফখরুল করিম খণ্ডকালীন পিএইচডি গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করেছেন বাংলাদেশের বেতার নাটকে সমাজবাসতবতা ও শিল্পশৈলীর উপর।

এছাড়াও তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ ইতিমধ্যে তিনি বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমনের অভিজ্ঞতা অর্জন করেছেন তার মধ্যে রয়েছ ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্যাংকক, ম্যাকাও এবং ইন্দোনেশিয়া।

ড. ফখরুল করিম অর্জন করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) পুরস্কার-২০১৩ ও এবিইউ পুরস্কার-২০১৪, ইউনিসেফের ‘মিনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১১’তে প্রথম স্থান এবং ২০১৭ সালে পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ উল্লেখযোগ্য। ২০১৫ সালে এবিইউ অ্যাওয়ার্ড: ২০১৫-এর জুরিবোর্ডের সদস্য মনোনীত হন এবং এবিইউ ফেলোশিপ লাভকরেন।

তাঁর লেখা অন্যতম কাব্যগ্রন্থ গুলো হলো ‘বৃষ্টিস্নাত জ্যোৎস্নারাত’, ‘বারুদে কষ্টের গন্ধ’, ‘শুভ্রতায় যুগলবন্দি’, ‘ভালোবাসার জলতরঙ্গ’ ও ‘দেহের স্পর্শে মনের খোরাক’ আর ছোটগল্প ‘জীবনে যৌবনের পরাজয়’।

তিনি শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ফেসবুক লাইভ অনুষ্ঠান দরদি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক। কবি ড. ফখরুল করিম ২৪তম ফবিসিএস (তথ্য) ক্যাডারে উপ-পরিচালক হিসেবে বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকায় কর্মরত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *