এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন

রোববার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাব মিলনায়তনে বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়রত এতিম শিক্ষার্থী ও ওলামা-মাশায়েখদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি।
ইফতার মাহফিলে তেজগাঁও রহমতে আলম মিশন, ফকিরেরপুল মাদ্রাসা ও এতিমখানা এবং শান্তিনগর এতিমখানার দুই শতাধিক এতিম ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
খালেদা জিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার শুরুর আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মূল মঞ্চে আলেম ও এতিমদের পাশে বসিয়েই ইফতার করেন খালেদা জিয়া।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা প্রতিটি টেবিলে বসে এতিমদের সঙ্গে ইফতার করেন। এসময় নেতারা সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
ইফতার অনুষ্ঠানে ওলামা-মাশায়েখদের মধ্যে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়িদ কামালউদ্দিন জাফরী, রাজধানীর সোহবানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, কামরাঙ্গীরচরের মাদ্রাসা-ই-নূরানীর মোহাদ্দিস মাওলানা মজিবুর রহমান হামিদী, মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান মাদানী, চট্টগ্রামের মীরের সরাইয়ের পীর সাহেব মাওলানা আবদুল মোমেন নাছেরী, জামায়াতে ইসলামীর শামীম সাঈদী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ইফতারে মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ সম্পাদক আবদুল বারী ড্যানি, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, নজরুল ইসলাম, কারী গোলাম মোস্তফা, সেলিম রেজা প্রমুখ অংশ নেন।