এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক রাষ্ট্রপতির

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এন্ড্রু কিশোরের বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
৬৫ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে চলে গেলেন এই শিল্পী। টানা ৯ মাস সিঙ্গাপুরে ক্যানসারে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর । তারপর থেকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন ক্যানসারে আক্রান্ত এই শিল্পী। শত চেষ্টার পরও আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেশের মাটিতে শেষনিশ্বাস ত্যাগ করলেন তিনি।