কাকরাইলে ছাত্রদল-যুবদল ও স্বেচ্চাসেবক নেতাকর্মীদর সঙ্গে পুলিশ সংঘর্ষ

0
KAKRAIL

KAKRAIL

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা ছাত্রদল-যুবদল ও স্বেচ্চাসেবক নেতাকর্মীদর সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

দুপুর ১টার দিকে রাজধানীর কাকরাইলে এ সংঘর্ষ শুরু হয়। ছাত্রদল নেকাকর্মীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশে টিয়ারশেল নিক্ষেপ করলে এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে দুপুর ১২টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তায় খালেদা জিয়ার গাড়িবহরে যোগ দেয় ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে খালেদা জিয়ার গাড়িবহর এফডিসি মোড়ে পৌঁছতেই শত শত নেতাকর্মী এতে যুক্ত হয়ে পড়েন। তারা খালেদা জিয়ার গাড়িকে সামনে-পেছনে ঘিরে ধরে স্লোগান দিতে দিতে এগিয়ে যান। হলিফ্যামিলি হাসপাতালের কাছে পৌঁছলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরে ঢিল ছোড়ে। এনিয়ে উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরে মিন্টো রোড, কাকরাইল হয়ে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত আদালতের দিকে এগিয়ে যেতে থাকে খালেদা জিয়ার গাড়ি বহর। তবে কাকরাইলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ছাত্রদল নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *