খালেদার পুনঃতদন্তের আবেদন আপিল বিভাগেও খারিজ

0
002_287924_304507

002_287924_304507

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় অর্থের উৎস সম্পর্কিত অংশ পুনঃতদন্তের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ রোববার কিছু পর্যবেক্ষণসহ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনা আবেদন খারিজ করে আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

আদেশের পর দুদকের আইনজীবী সাংবাদিকদের জানান,পর্যবেক্ষণসহ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনা আবেদন খারিজ করে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

এর আগে একটি হাইকোর্ট বেঞ্চ বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে আদেশ দেয়। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বেগম খালেদা জিয়া।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করেছিল দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে।

২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *