খালেদা ভিশন ২০৩০ ঘোষণা দিয়ে এখন নির্বাচনমুখী : যুবলীগ চেয়ারম্যান

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, জনগণকে নিয়ে কেউ যদি চিন্তা করেন তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা রিসোর্ট প্রাঙ্গণে সোমবার সকালে যুবলীগ কালিহাতী উপজেলা শাখার যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওমর ফারুক বলেন, শেখ হাসিনা জনগণের কথা চিন্তা করেন। শেখ হাসিনা জনগণের কথাবলার অধিকারের কথা ভাবেন, শিক্ষার কথা ভাবেন, কৃষি উন্নয়নের কথা ভাবেন, স্বাস্থের উন্নয়নের কথা ভাবেন, নারী উন্নয়নের কথা ভাবেন। কিভাবে জনগণকে ক্ষমতায়ন করা যায় সেটা তিনি ভাবেন।
তিনি আরো বলেন, সাধারণ জনগণ খালেদা জিয়ার জঙ্গিবাদ দেখেছে। তারা কিভাবে বায়তুল মোকারম মসজিদে আগুন দিয়েছে, কোরআন পুড়িয়েছে তা জনগণ ভোলেনি।
ওমর ফারুক চৌধুর বলেন, ‘বেগম খালেদা ভিশন ২০৩০ ঘোষণা দিয়ে জঙ্গিবাদ ছেড়ে এখন নির্বাচনমুখী হয়েছেন। আমি যুবলীগের পক্ষ থেকে তাকে প্রথম ধন্যবাদ জানিয়েছি।
কালিহাতী উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুন্নবী সরকারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, টাঙ্গাইল জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক। এ সময় কালিহাতী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।