চাঁদ দেখা গেছে সৌদি র আকাশে , বাংলাদেশে ঈদ সোমবার !

রোববার,
১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
২৯ মার্চ ২০২৫ ইং,
আল হারুন রাফি-
সৌদি’র আকাশে শাওয়ালের মাসের চাঁদ দেখা গেছে , রবিবার দেশটিতে ঈদ পালন করবে ধর্মপ্রাণ মুসলমানেরা! সে মোতাবেক বাংলাদেশে ঈদ সোমবার!
২৯ মার্চ শনিবার, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১৪ মিনিট) দেশটির সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত কমিটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেওয়া ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ।
মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই উৎসবে ইতিমধ্যেই চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি ! এক মাস রমজান শেষে ধর্মপ্রাণ মুসলমানেরা এই দিন টার জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকে।
ঈদ মানেই আনন্দ ,ঈদ মানেই খুশি। ধনী ,গরীব নির্বিশেষে পুড়ো মাসব্যাপী সিয়াম সাধনা র পর মুসলমানদের জন্য এই দিনটি প্রধান উৎসব হিসেবে পালন করা হয় ! আত্মীয় স্বজন একত্রিত হয় এ দিনে ! মনোমুগ্ধকর হয়ে ওঠে ঈদ মূখর এ পরিবেশ।
ঈদ মানে বাড়ি ফেরা র তাড়া ,কেনাকাটা ,জাকজমকতা।সাধারণত সৌদি আরবে ঈদ পালন হলে তার পরদিন ই ঈদ পালিত হবে বাংলাদেশে, সে অনুযায়ী আগামী সোমবার পবিত্র “ঈদ উল ফিতর” ,এই ঈদ হয়ে উঠুক আনন্দের,গরীব ধনী সবার।
ঈদ মুবারক