জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটকে লেবার পার্টির সমর্থন
জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটকে লেবার পার্টির সমর্থন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনকল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলীয় গঠনতন্ত্রের ১৪-২ (গ) ধারার আলোকে নির্বাহী কমিটির পরামর্শে সংগঠনের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আবদুল্লাহ আল মামুন যৌথ বিবৃতিতে এ সমর্থনের কথা জানান। লেবার পার্টি মনে করে চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব থেকে জাতিকে মুক্ত এবং আইনের শাসন, জবাবদিহি ও জনকল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অতীতের ব্যর্থদের প্রত্যাখ্যান করে দেশপ্রেমিক ও নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদের রাষ্ট্রের দায়িত্ব প্রদান করতে হবে। সে লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে বলিষ্ঠ ভুমিকা রাখতে ও ভোট প্রদান করার আহবান জানান। নেতৃদ্বয় আশা পোষন করেন জনগণের ভোটে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে ১০ দলীয় জোট সরকার ধর্ম কর্ম সাম্যবাদের ভিত্তিতে শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে
