টি-টোয়েন্টির সেরা দশে সাব্বির

0
f690b1692ec0249d626349cda68f7007-595238b1a756d

f690b1692ec0249d626349cda68f7007-595238b1a756d

শেষ হয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের এই সিরিজ শেষে নতুন র‌্যাংকিং ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে র‌্যাংকিংয়ে ব্যাটিংয়ের সেরা দশে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সাব্বির রহমান। বোলিংয়ের সেরা দশে আছেন আবার বাংলাদেশের দুই বোলার- মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে এপ্রিলে। শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজটি শেষ করেছিল টাইগাররা ১-১ সমতায়। চ্যাম্পিয়নস ট্রফির আগের কুড়ি ওভারের আর কোনও সিরিজ না খেললেও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাব্বিরের। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের সেরা দশে প্রথমবার জায়গা করে নিয়েছেন এই ব্যাটসম্যান। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ের ১০ নম্বরে আছেন তিনি।

শীর্ষস্থানটা ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চের পরের জায়গায় কেন উইলিয়ামসন। এরপরের জায়গাগুলোতে রয়েছেন- গ্লেন ম্যাক্সওয়েল (৪), জো রুট (৫), অ্যালেক্স হেলস (৬), ফাফ দু প্লেসিস (৭), মোহাম্মদ শাহজাদ (৮) ও হ্যামিল্টন মাসাকাদজা (৯)।

বোলিং র‌্যাংকিংয়ের সেরা দশে আগে থেকেই ছিলেন বাংলাদেশের মোস্তাফিজ ও সাকিব। মোস্তাফিজ রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে, আর সাকিব আছেন ৯ নম্বরে। শীর্ষস্থানটা অবশ্য হয়েছে বদল। ইমরান তাহিরকে সরিয়ে ‘এক নম্বর’ জায়গাটা দখল করেছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্সে তৃতীয় স্থানে নেমে গেছেন তাহির। দুই নম্বরে আছেন জসপ্রিৎ বুমরাহ।

টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে কোনও বদল হয়নি। এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন সাকিব। আইসিসি ওয়েবসাইট

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *