ট্রাফিক আইন অমান্যে জরিমানা

0
545

545

নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ হাজার ৫৬৩টি মামলা ও ৩১ লাখ ৭৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ২৭টি গাড়ি ডাম্পিং ও ৯৫৯টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে- হাইড্রোলিক হর্ন ব্যবহারে ১০৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহারে ৪টি, উল্টোপথে গাড়ি চালানোয় ১২৫৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।

অপরদিকে ট্রাফিক আইন অমান্যে ২৪৬৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ২৩২টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ২২টি মামলা করা হয়।

গুলশানের নতুন ডিসি সুদীপ কুমার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার ডিএমপি সদর দফতরের এক অফিস আদেশে দুই ডিসিকে বদলি করা হয়।

আদেশে ডিএমপি সদর দফতরের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে গুলশান বিভাগের ডিসি ও ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে সদর দফতরের ও প্রশাসন বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২ : মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতারদের কাছ থেকে ৭৮২টি ইয়াবা, ৪৮৮ গ্রাম হেরোইন, ৫ কেজি ২৭০ গ্রাম গাঁজা, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ৭০ বোতল ফেনসিডিল, ৮ বোতল বিদেশি মদ ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩৯টি মামলা করা হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *