ঢাকায় বৃহত্তর বগুড়া সমিতির বর্নাঢ্য আয়োজনে এক অসাধারণ মিলনমেলা অনুষ্ঠিত

0
WhatsApp Image 2025-11-02 at 19.14.58_a18de2a1

সম্প্রতি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ভিআইপি রোড, কাকরাইল ঢাকার ৪টি অডিটোরিয়ামে একযোগে সকাল ১০টা থেকে দিনব্যাপী বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা এর সাধারণ সভা, নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র সভাপতি ও বিএনপির মিডিয়া সেল এর আহ্বায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল এর সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশাররফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোঃ মোজাম্মেল হক লালু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া বেগম, বিজি প্রেস এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুর রাজ্জাক, মর্ডান মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ জেড এম মাইদুল ইসলাম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোঃ শফিকুল ইসলাম, সিটি এসবি’র ডিআইজি মীর আশরাফ আলী, র‌্যাব এর অতিরিক্ত মহাপরিচালক মোঃ ফারুক আহমেদ, এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবিএম রেজাউল বারী শাহীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ আব্দুর রব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মোঃ এমদাদুল হক, সাবেক অতিঃ পুলিশ সুপার এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইন্তেজার রহমান, বাংলাদেশ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন মুকুল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম টিটু প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুর রহমান দীপু, শোক প্রস্তাব উপস্থাপন করেন সহ-সভাপতি আ ফ ম জিন্নাতুল ইসলমা তপন, গঠনতন্ত্র সংশোধনী উপস্থাপন করেন সহ-সভাপতি ড. এ কে এম আহসান হাবিব রুবেল এবং অডিট ও বাজেট উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক ড. মোঃ হালিম উল হক লিটন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি ডাঃ মোঃ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে বগুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা ও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ কর্ণেল (অবঃ) মোঃ জগলুল আহসান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং চীফ মোঃ আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ লিয়াকত আলী, ডাক অধিদপ্তরের পরিচালক আ স ম নাসিমুল ইসলাম লেমন, রেজিষ্ট্রেশন অধিদপ্তরের নওগাঁ জেলা রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলাম, এনএসআই’র অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পরিচালক শামসুদ্দোহা, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নুরুন্নবী রয়েল, শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, ঢাকাস্থ বগুড়া আইনজীবী সমিতির সভাপতি মোঃ মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল হোসাইন, বীমা ব্যক্তিত্ব মাকসুদুর হক মাসুম, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক লিপন, দপ্তর সম্পাদক এবং বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট কে এম হুমায়ুন ইসলাম,সহ সরকারি-বেসরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব, আইনজীবী, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী-শিল্পপতি, সমাজসেবক ও উদ্যোক্তাবৃন্দ। মধ্যাহ্নভোজে দুই হাজারের অধিক বগুড়াবাসীকে আপ্যায়ন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শক স্রোতাকে সুরের মুর্ছনায় মাতিয়ে রাখেন দেশবরেণ্য সঙ্গীতশিল্পী কনকচাঁপা, জিনিয়া জাফরিন লুইপা, সজল মাহমুদ, মেজবাহ বাপ্পি, ম্যাক আপেল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ মোস্তাইন বিল্লাহ এবং সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আহসান হাবিব আলোক। শেষ পর্বে লটারির ড্র অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি এ কে এম লুৎফুল বারী মুকুল এবং যুগ্ম সম্পাদক মোঃ সালজার রহমান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *