ঢাকা-৭ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল
আল মায়ামী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল ঢাকা-৭ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে শুক্রবার ১২ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন চেয়ারম্যান, আলহাজ্ব আওলাদ হোসেন বাশার এর সুন্দর সঞ্চালনায় আরো যারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোশারফ হোসেন খোকন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সাবেক ছাত্রদল নেতা হাজী রিয়াজউদ্দিন মনির, নেতা ইয়াকুব সরকার, সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ প্রমুখ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতার জন্য দোয়া পাঠ করেন কামরাঙ্গীরচর হযরত হাফেজ্জি হুজুরের মাদরাসার মাওলানা সাজ্জাদুর রহমান। দোয়া শেষে সহস্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মঞ্চ থেকে স্লোগান তোলা হয় বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, চেয়ারপার্সন দীর্ঘজীবি হোক, তারেক রহমান জিন্দাবাদ। ঢাকা-৭ আসনের বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেয়ার প্রতিবাদ করা হয়। বহিরাগত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার দাবি জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
