তামাকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে প্রধানমন্ত্রীর আহ্বান

তামাকজাত দ্রব্য ব্যবহারে এবং এতে সৃষ্ট রোগের কারণে যে অর্থ ব্যয় হয়, তা দেশের উন্নয়নে লাগানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রয়োজন একটি সুস্থ-সবল জনগোষ্ঠী। এ লক্ষ্যে দেশব্যাপী তামাকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বুধবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তামাক উন্নয়নের অন্তরায়’। শেখ হাসিনা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে তামাকমুক্ত করে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
তিনি বলেন, উন্নয়নশীল বিশ্বে তামাক সেবন ও ধূমপান প্রতিনিয়ত বেড়ে চলেছে। তামাক ব্যবহারকারীদের প্রায় ৮০ ভাগেরই বাস নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। সরকার তামাক সেবনের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।