তারেক রহমানের একান্ত সচিব হলেন সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার: সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন

0
আব্দুস সাত্তার

তারেক রহমানের একান্ত সচিব হলেন সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার: সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন
অদ্য ৩ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি জনাব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর একান্ত সচিব নিযুক্ত করায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

শনিবার এক অভিনন্দন বার্তায় সংগঠনের মহাসচিব মোঃ মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, আপনার ভবিষ্যৎ কর্মজীবন এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবন দেশের কল্যানে সাফল্যে-কৃতিত্বে পরিপূর্ণ থাকুক এ প্রত্যাশায় আমরাও আপনার সাথে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই।

সচিবালয় সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ মনে করেন, তাঁর এই নিয়োগ প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বয়ে এক নতুন মাত্রা যোগ করবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *