দুর্নীতির সাথে জড়িতদের বিচার এখন সময়ের দাবী: এ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি

বিশেষ প্রতিবেদন:
দুর্নীতির সাথে জড়িতদের বিচার এখন সময়ের দাবী, বলেছেন এ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
“দুর্নীতি তে ছেয়ে গেছে আপাদমস্তক। ন্যায়বিচার প্রতিষ্ঠা করার একমাত্র আশ্রয়স্থল বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার, সেখানেও দুর্নীতি!”
ব্যারিস্টার সুমনকে সাধুবাদ জানিয়ে এ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, “আপনি ঠিকি বলেছেন আসলেই নেতা হওয়ার জন্য এত প্রতিযোগিতা কেন; মনে প্রশ্ন জাগত হয় দুর্নীতি নয়তো বার ব্যবহার হয় পরবর্তী লোভনীয় পদপদবি পাওয়ার একটা ধাপ হিশেবে । আমরা বার সহ দুর্নীতির যেসব জায়গা আছে যেমন সরকারের আইন কর্ম কর্তাদের (যারা জড়িত তাদের কথা বলছি, সবাই না, মুষ্টিমেয় কয়েকজন) যারা চোখের উপর দুর্নীতি করে যাচ্ছে, নিজেকে সরকারের আইন কর্মকর্তা এ পরিচয়ের পাশা পাশী রাষ্ট্রের জন গুরুত্বপূর্ণ মামলায় বেশ কয়েকজন প্রশ্ন বিদ্ধ ।
সম্প্রতি জিকে শামিম এর মামলা কেলেঙ্কারির সাথে জড়িত দের শাস্তি হতে হবে। হতে পারে বড় অংকের টাকার বিনিময়ে জামিন , ও কর্তব্য কাজে অবহেলা। আমরা স্বাধীন ভাবে দুর্নীতির কথা বলে বিচার দাবী করেই যাব। বার হোক আর আইন কর্মকর্তা হোক আর যেই হোক দুর্নীতির বিরুদ্ধে করা প্রতিবাদে ব্যারিস্টার সুমন এর সাথে আমি আছি। যে কোন সময়ে আমাকে পাবেন আপনার পাশে।
আমাদের স্লোগান হবে দুর্নীতি মুক্ত কোর্টঅঙ্গন এবং দুর্নীতির সাথে জড়িতদের বিচার হতেই হবে। এটি সময়ের দাবী!”