দেশের রফতানি পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ

দেশের রফতানি পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতা প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)।
মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে ডিএফআইডি’র উপ-প্রধান অর্থনীতিবিদ নিক লিয়ার সাক্ষাৎকালে এ গুরুত্বারোপ করেন। বিডার কার্যালয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি, বিনিয়োগ সমস্যা ও সম্ভাবনা, সরকারের এ সংক্রান্ত গৃহীত নীতি, ইজ অব ডুয়িং বিজনেস, ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
ডিএফআইডি’র উপ-প্রধান অর্থনীতিবিদ নিক লিয়া বাংলাদেশের রফতানি পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ ও ক্রমবর্ধমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, রফতানি পণ্য বহুমুখীকরণে গার্মেন্টস বর্হিভূত পণ্যের ওপর গুরুত্বারোপ করছি এবং এ ধরনের শিল্পে বিনিয়োগের প্রসারে কাজ করে যাচ্ছি।
আমিনুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশে উদীয়মান শিল্প ক্ষেত্র যথা- লেদার, ফুটওয়্যার ও আইসিটি প্রভৃতিতে বিনিয়োগ বৃদ্ধি ও সম্প্রসারণে কাজ করছি। আমরা দেশে উচ্চ মূল্য পণ্য সংযোজন ও বিপণনে মনোযোগ দিতে চাই এবং জ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিল্প যথা- বায়োটেকনোলজি, জেনেটিক্স প্রভৃতি স্থাপনে আগ্রহী এবং সরকার এ ধরনের শিল্পে বিনিয়োগে অধিক হারে প্রণোদনা প্রদান করছে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে আরও বেশি হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই। কারণ বৈদেশিক বিনিয়োগ শুধুমাত্র নতুন কর্মসংস্থানই সৃষ্টি করবে না, এটা যুগোপযোগী জ্ঞান, প্রযুক্তি ও বৈশ্বিক সেরা অনুশীলন বিকাশে সহায়তা করবে।
এ সময় ডিএফআইডি’র সিনিয়র ইকোনমিক অ্যাডভাইজর পিটার ডি সুজা এবং গ্রোথ ও প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট বিষয়ক টিম লিডার কেইথ থম্পসন উপস্থিত ছিলেন।