নবাব স্যার সলিমুল্লাহ’র ১০৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে মুসলিম লীগের উদ্যোগে নবাব স্যার সলিমুল্লাহ’র ১০৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তাগণ নবাব স্যার সলিমুল্লাহর নানান কির্তি ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। মুসলিম লীগের সভাপতি বদরুদ্দোজা আহমদ সুজা বলেন, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান না হলে যেমন বাংলাদেশের জন্ম হতো না, তেমনই এই ভারত বর্ষে প্রতিটি মহৎ আন্দোলনে মুসলিম লীগের অবদান অনস্বিকার্য। তিনি আমৃত্যু এই দলটির সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মুসলিম লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের তার বক্তৃতায় বলেন, মুসলমানদের শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহ অগ্রণী ভূমিকা রেখেছেন। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষালয় প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র তার দেশপ্রেম দুদর্শিতা ও মহৎত্বের গুণে। তাই নবাব স্যার সলিমুল্লাহকে আমাদের সর্বদা কৃতজ্ঞতা ভরে স্মরণ করতে হবে। তিনি মুসলিম লীগের আগামীতে নানান কর্মসূচি ঘোষণার পাশাপাশি আজ ১৬ জানুয়ারি ২০২০ তারিখে এই কির্তিমান পুরুষের মাজার জিয়ারতের কর্মসূচি ঘোষণা করেন।
অনুষ্ঠানে মুসলিম লীগের সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ।